Posts

বাংলাদেশ google_news গলা কেটে হত্যা: দাফন-কাফনে সহযোগিতা করেও হলো না রক্ষা প্রতিনিধি, নওগাঁ ২৮ জানুয়ারি, ২০২৫ ১৪:১৯ | আপডেট: ২৮ জানুয়ারি, ২০২৫ ১৪:২১ গলা-কেটে-হত্যা-দাফন-কাফনে-সহযোগিতা-করেও-হলো-না-রক্ষাপুলিশ হেফাজতে নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কোতালী গ্রামে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজন। ছবি: নিউজবাংলা পুলিশের ভাষ্য, হত্যায় জড়িতরা জাহিদুলের দাফন-কাফনে সহায়তা করেছিলেন। নওগাঁয় জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন জায়গায় সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, হত্যায় জড়িতরা জাহিদুলের দাফন-কাফনে সহায়তা করেছিলেন। হত্যাকাণ্ডের শিকার জাহিদুল ইসলামের (৪১) বাড়ি পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কোতালী গ্রামে। গ্রেপ্তারকৃতরা হলেন একই গ্রামের মামুনুর রশিদ (৩৬), রুবেল হোসেন (২৫) ও মোহাম্মদ রাজু হাসান (৩২)। নওগাঁ পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে আসামিদের কাছ থেকে পাওয়া তথ্য তুলে ধরেন এসপি মোহাম্মদ সফিউল সারোয়ার। তিনি বলেন, ‌‘গত ১৫ ডিসেম্বর দিবাগত রাতে জাহিদুল ইসলামকে জবাই করে হত্যার পর মৃতদেহটি পত্নীতলা থেকে একটি অটোচার্জার ভ্যানে করে মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের আরমান সরদারের জমির পাশে কালভার্টের নিচে ফেলে রেখে যায় আসামিরা। ‘এ সময় মৃতদেহটি একটি নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। পরে তার স্ত্রী থানায় মামলা করলে পুলিশ তদন্ত শুরু করলে গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।’ তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের মোড় ভিন্ন খাতে প্রবাহিত করতে আসামিরা মৃতদেহটি পত্নীতলা থেকে একটি অটোচার্জার ভ্যানে করে মহাদেবপুরে এনে গুমের চেষ্টা করেছিলেন। এ ছাড়াও আলামত ধ্বংসের উদ্দেশ্যে জাহিদুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একটি মাঠের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ‘ঘটনার পর আসামিরাই ভিকটিমের লাশ উদ্ধারসহ দাফন-কাফন কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে, যাতে তাদেরকে কেউ সন্দেহ না করে।’ এসপি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। পূর্বশত্রুতা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরও পড়ুন: কুঞ্জবনের স্বচ্ছ জলে পরিযায়ীর কূজন ডাকাতি করতে এসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় সাতজন গ্রেপ্তার ঝালকাঠিতে হাসপাতাল তত্ত্বাবধায়ককে ‌‘হত্যাচেষ্টা’: অ্যাম্বুলেন্সের চালক গ্রেপ্তার খুলনার সাবেক কাউন্সিলর হত্যা: আরেক সাবেক কাউন্সিলর গ্রেপ্তার ঝালকাঠিতে ব্যবসায়ী হত্যা: জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ট্যাগ: নওগাঁ হত্যা মন্তব্য বাংলাদেশ ভারতীয় নারীর হত্যাকাণ্ড বাংলাদেশে ধর্ষণের ঘটনা হিসেবে প্রচার: রিউমার স্ক্যানার বাসস ২৮ জানুয়ারি, ২০২৫ ১৬:০৯ ভারতীয় নারীর হত্যাকাণ্ড বাংলাদেশে ধর্ষণের ঘটনা হিসেবে প্রচার: রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানারের লোগো। ছবি: বাসস রিউমার স্ক্যানারের পক্ষ থেকে বলা হয়, ‘সম্প্রতি ভারতের একটি ঘটনার ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে, একজন নারীকে ধর্ষণ করে তার জিভ কেটে ফেলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।’ ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার অনলাইনে প্রচারিত একটি ভিডিওকে ভ্রান্ত বলে প্রমাণ করেছে। ভিডিওটিতে দাবি করা হয়েছিল যে, সম্প্রতি বাংলাদেশে একজন নারীকে ধর্ষণ করে তার জিভ কেটে ফেলা হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, এ ঘটনা বাংলাদেশে নয়, বরং ভারতে ঘটেছে। রিউমার স্ক্যানারের পক্ষ থেকে বলা হয়, ‘সম্প্রতি ভারতের একটি ঘটনার ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে, একজন নারীকে ধর্ষণ করে তার জিভ কেটে ফেলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।’ রিউমার স্ক্যানার সোমবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি রাস্তায় গুরুতর আহত অবস্থায় এক নারীকে বসে থাকতে দেখা যায় এবং লোকজন তাকে প্রশ্ন করছেন, এমন একটি ভিডিও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে। প্রচারণায় দাবি করা হয়েছে, ওই নারী একজন পর্যটক এবং তাকে টেকনাফে সংঘবদ্ধ ধর্ষণ বা কুমিল্লায় রাস্তায় পেটানো হয়েছে এবং তার ঠোঁট ও জিভ কেটে ফেলা হয়েছে। আরও দাবি করা হয়েছে, তাকে ধর্ষণ করে জিভ কেটে দেওয়া হয়েছে, যাতে তিনি কিছু বলতে না পারেন। তদন্তে জানা যায়, যখন ওই আহত নারীকে তার বাড়ির অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন একজন ব্যক্তি তার অস্পষ্ট উত্তরের পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদের কথা উল্লেখ করেন। মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলা। এ তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কীওয়ার্ড দিয়ে অনুসন্ধানে দেখা যায়, ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’-এর ওয়েবসাইটে ২২ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ রয়েছে, ‘জয়নগরের ধানক্ষেতের পাশে এক নারীর মরদেহ উদ্ধার, পুলিশ তদন্ত করছে।’ প্রতিবেদনে বলা হয়, ২০ জানুয়ারি রাতে ভারতের পশ্চিমবঙ্গের জয়নগরে বকুলতলা থানার অন্তর্গত রথতলা এলাকায় একটি ধানক্ষেতের পাশে ইটের রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারীর শরীরে গুলির আঘাত ছিল। তার মুখের এক পাশ থেঁতলানো ছিল এবং কয়েকটি দাঁত ভাঙা ছিল। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার একই ঘটনার সংবাদ প্রকাশ করেছে। আরও অনুসন্ধানে দেখা যায়, ২৪ জানুয়ারি ‘ভিশন ১৮ বাংলা’ নামে একটি ইউটিউব চ্যানেলে ‘জয়নগরের খবর : বকুুলতলায় ধানক্ষেতের পাশে রক্তাক্ত মরদেহ উদ্ধার, পুলিশ তদন্ত করছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটির বিষয়বস্তু ও চারপাশের পরিবেশ প্রশ্নবিদ্ধ ভিডিওটির সঙ্গে মিল পাওয়া গেছে। এ ছাড়া ‘নিউজ ১৮’-এর ইউটিউব চ্যানেলে ২৫ জানুয়ারি ‘জয়নগরের খবর: জয়নগরের নারী হত্যার অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি, বকুলতলায় এক নারীকে কুপিয়ে হত্যা!’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতেও একই ভিডিও ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি ভারতীয় ফেসবুক ব্যবহারকারী রেখা পাত্রার একটি পোস্টে ওই নারীর ভিডিও পাওয়া গেছে এবং পোস্টের ক্যাপশনও নিশ্চিত করে যে, ভিডিওটি পশ্চিমবঙ্গের। ওপরের তথ্য থেকে এটি নিশ্চিত করা যায় যে, সংশ্লিষ্ট ভিডিওটির ঘটনাটি বাংলাদেশে ঘটেনি। আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের সময়ে মৃত গরু পড়ে থাকার দাবিতে ২০২৩ সালের ছবি প্রচার হিন্দু নারীকে ধর্ষণের দাবিটি মিথ্যা: রিউমার স্ক্যানার ভিডিওটি জঙ্গিবাদ উত্থানের নয়, গুজব ড্রোনে দাঁড়িয়ে সৌদি পতাকা ওড়ানোর ভিডিও কি কাতার বিশ্বকাপে বৃদ্ধের বিয়ের কারণ কি আর্জেন্টিনার শিরোপা জয়? ট্যাগ: ফ্যাক্টচেক রিউমার-স্ক্যানার মন্তব্য বাংলাদেশ রেলকর্মীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ইউএনবি ২৮ জানুয়ারি, ২০২৫ ১৩:১৭ রেলকর্মীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ধর্মঘটে দেশব্যাপী বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ছবি: ইউএনবি রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘দাবিগুলো স্পষ্ট, কিন্তু ট্রেন বন্ধ করে যাত্রীদের জিম্মি করা দুঃখজনক।’ দাবি পূরণে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দাবিগুলো স্পষ্ট, কিন্তু ট্রেন বন্ধ করে যাত্রীদের জিম্মি করা দুঃখজনক।’ ফাওজুল কবির বলেন, ‘এককভাবে বিষয়টি সমাধানের এখতিয়ার রেল মন্ত্রণালয়ের নেই। বিষয়টি অর্থ বিভাগের। ‘আলোচনা চলছে। আমরা আত্মবিশ্বাসী যে শিগগিরই একটি সমাধানে পৌঁছানো যাবে।’ গতকাল সোমবার রাত ১২টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে দেশব্যাপী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে মঙ্গলবার সকালে এক অদ্ভুত নীরবতার দৃশ্য দেখা যায়। টিকিট কাউন্টারগুলোতেও ছিল অন্য রকম নিস্তব্ধতা। তবে অনেক যাত্রীই ধর্মঘটের কারণ জানেন না। তারা স্টেশনে এসে চরম ভোগান্তিতে পড়েছেন। ময়মনসিংহ, নেত্রকোণা, রাজশাহী ও কক্সবাজারের মতো বিভিন্ন গন্তব্যে বেড়াতে আসা পরিবারগুলো শীতের সকালে আটকা পড়েন। বেশ কয়েকজন যাত্রী তাদের হতাশা প্রকাশ করেছেন। এ বিঘ্ন সম্পর্কে পূর্ব ধারণা না থাকার কথা তুলে ধরেছেন তারা। একজন যাত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ‌‌‘আমার জানা ছিল না, ট্রেন চলবে না। এখন আমরা এখানে আটকে আছি কোনো বিকল্প ব্যবস্থা ছাড়াই।’ আরও পড়ুন: যমুনা রেল সেতু চালু জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়কে রূপান্তরিত হতে পারে: অ্যাটর্নি জেনারেল রেললাইন ছেড়েছেন বিক্ষুব্ধ কর্মীরা, ট্রেন চলাচল শুরু গ্রেনেড হামলা মামলার রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৬ বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ট্যাগ: রেল ধর্মঘট মন্তব্য বাংলাদেশ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২ মার্চ বাসস ২৭ জানুয়ারি, ২০২৫ ১৫:২৪ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২ মার্চ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। ফাইল ছবি এ নিয়ে ১১৫ বারের মতো প্রতিবেদন জমার সময় পেল তদন্ত সংস্থা। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২ মার্চ দিন ঠিক করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১১৫ বারের মতো প্রতিবেদন জমার সময় পেল তদন্ত সংস্থা। আজ মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক প্রতিবেদন জমার জন্য নতুন দিন ধার্য করে আদেশ দেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। পরে নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। বহুল আলোচিত সাগর-রুনি হত্যা মামলার তদন্ত চেয়ে আনা রিটের আদেশ মডিফিকেশন চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে এ আদেশ দেন উচ্চ আদালত। বিষয়টি নিয়ে শুনানিতে হাইকোর্ট বলেন, ‘আশা করি এবার ন্যায়বিচার নিশ্চিত হবে এবং তদন্তের জন্য দেওয়া এবারের ছয় মাস মানে ছয় মাস।’ এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেন হাইকোর্টে। রাজধানীর পশ্চিম রাজাবাজারের ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। ঘটনার সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে শিশু মাহির সরওয়ার মেঘ। সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। এ হত্যার ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম। প্রথমে মামলাটি তদন্ত করছিল শেরেবাংলা নগর থানার পুলিশ। পরবর্তী সময়ে মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে র‌্যাব পায় তদন্তের দায়িত্ব। এই হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য হাইকোর্টে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। ঘটনার দুই মাস পরও মামলার তদন্তে অগ্রগতি না হওয়ায় তিনি মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন। এরই মধ্যে এক যুগ পার হলেও মামলার তদন্তে উল্লেখযোগ্য প্রতিবেদন দাখিল করতে পারেননি তদন্তকারী কর্মকর্তা। এ পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিলে ১১৫ বার সময় নেওয়া হয়েছে। এ হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যেই খুনিদের ধরা হবে বলে সময় বেঁধে দিয়েছিলেন। তবে সময় পেরিয়ে গেছে বছরের পর বছর। সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে ডিইউজে, বিএফইউজে, ডিআরইউসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন দাবি জানিয়ে আসছে। র‌্যাব এ মামলার তদন্তে নেমে গ্রেপ্তারকৃত আট আসামি, নিহত সাগর-রুনি এবং স্বজনসহ ২৫ জনের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠায়। যুক্তরাষ্ট্রের পরীক্ষাগার থেকে রিপোর্টগুলো হাতে পাওয়ার পর অপরাধচিত্রের প্রতিবেদন (ক্রাইম সিন রিপোর্ট) পর্যালোচনা করে দুইজনের ডিএনএর পূর্ণাঙ্গ প্রোফাইল পেয়েছে। তবে তাতে সন্দেহভাজন খুনি শনাক্ত হয়নি বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ২১ সেপ্টেম্বর সারা দেশের বিচারকদের উদ্দেশে দেওয়া অভিভাষণে বলেন, ‘আমরা দেখেছি চাঞ্চল্যকর সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য ইতোমধ্যে শতাধিকবার সময় নেওয়া হয়েছে। এটা কিছুতেই কাম্য হতে পারে না। ‘তদন্তকাজেই যদি একাধিক বছর সময় লেগে যায়, সে মামলার বিচারকাজ পরিচালনা অনেক কঠিন হয়ে পড়ে। কেননা সময়ের আবর্তে মামলার অনেক সাক্ষী ও সাক্ষ্য হারিয়ে যায়।’ সাগর-রুনি হত্যা মামলায় এক যুগ পর বাদীপক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে নিয়োগ দেওয়া হয়। মামলার বাদী মেহেরুন রুনির ভাই নওশের রোমান আইনজীবী নিয়োগের বিষয়টি সাংবাদিকদের জানান। আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘আমরা সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচনে কাজ শুরু করেছি।’ আরও পড়ুন: ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা, ধারণা পুলিশের ঝালকাঠিতে হাসপাতাল তত্ত্বাবধায়ককে ‌‘হত্যাচেষ্টা’: অ্যাম্বুলেন্সের চালক গ্রেপ্তার খুলনার সাবেক কাউন্সিলর হত্যা: আরেক সাবেক কাউন্সিলর গ্রেপ্তার ঝালকাঠিতে ব্যবসায়ী হত্যা: জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ সীমান্ত হত্যার প্রতিবাদে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ট্যাগ: সাগর রুনি হত্যা প্রতিবেদন মন্তব্য বাংলাদেশ ঢাবি উপ-উপাচার্যের পদত্যাগসহ ৬ দাবি সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় ২৭ জানুয়ারি, ২০২৫ ১৩:৪২ ঢাবি উপ-উপাচার্যের পদত্যাগসহ ৬ দাবি সাত কলেজ শিক্ষার্থীদের ঢাকা কলেজ প্রাঙ্গণে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে সাত কলেজ শিক্ষার্থী প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত ঢাকা কলেজের ছাত্র আসিফ মোহাম্মদ সজিব উদ্দীন বলেন, ‘জনদুর্ভোগের কথা চিন্তা করে সকল পক্ষের সাথে আলোচনা করে আমরা গতকালকের ঘোষিত ব্লকেড কর্মসূচিটি উইথড্র করেছি। এখন আমরা চার ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এই চার ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমদকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা সাত কলেজের শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিব।’ চার ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগসহ ছয় দাবি জানিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। বিকেল চারটার মধ্যে অধ্যাপক মামুনকে অব্যাহতি না দেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ঢাকা কলেজ প্রাঙ্গণে সোমবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি উত্থাপন করেন ইডেন কলেজের এক ছাত্রী। ১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা কলেজসহ সাত কলেজ শিক্ষার্থীদের যে সংঘাত, সেই সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে। প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ২. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজে শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট পুলিশের ‌‘হামলার’ ঘটনায় নিউ মার্কেট জোনের এসি, থানার ওসি এবং জড়িতদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩. সংঘর্ষ চলাকালীন ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ‘কুরুচিপূর্ণ মন্তব্য’ এবং ‘অশালীন অঙ্গভঙ্গি’ করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। ৪. ঢাকা কলেজের সঙ্গে সাত কলেজের অ্যাকাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের অবসান ঘটিয়ে ২৪ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। ৫. উদ্ভূত সমস্যা নিরসনের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সমন্বয়ে ঢাকা কলেজের প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। ৬. ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় সিটি করপোরেশনের রাস্তা জনসাধারণের জন্য খুলে দিতে হবে। এই শিক্ষার্থী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মধ্যকার এই সংকট নিয়ে আমরা বারবার রাস্তায় নেমেছি। আমরা বারবার বলেছি, আমাদেরকে একটা সমাধান দেন। কিন্তু কোনো সমাধান দেওয়া হয়নি। ‘এই সংকটের যতদিন না একটি সৃজনশীল সমাধান হয়, ততদিন শিক্ষার্থীর সাথে শিক্ষার্থীর মুখোমুখি অবস্থান চলতে থাকবে। আমরা স্থায়ী সমাধান চাই।’ এর আগে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা কলেজের সংঘর্ষ শেষে মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সাত কলেজের সাত পয়েন্টে ব্লক কর্মসূচি ঘোষণা করেন। যদিও আজ সেটি তারা পালন করেননি। এ বিষয়ে ঢাকা কলেজের ছাত্র আসিফ মোহাম্মদ সজিব উদ্দীন বলেন, ‘জনদুর্ভোগের কথা চিন্তা করে সকল পক্ষের সাথে আলোচনা করে আমরা গতকালকের ঘোষিত ব্লকেড কর্মসূচিটি উইথড্র করেছি। এখন আমরা চার ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। ‘এই চার ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমদকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা সাত কলেজের শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিব।’ গতকালের সংঘর্ষে কতজন আহত হয়েছে জানতে চাইলে সজিব উদ্দীন বলেন, ‘আমাদের দৃশ্যমান ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আর নরমালি পঞ্চাশের অধিক শিক্ষার্থী আহত হয়েছে।’ সংঘর্ষে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ঢাকা কলেজের শিক্ষার্থী সজিব উদ্দীন। তিনি বলেন, ‘গতকাল নীলক্ষেতে যখন দুই পক্ষের ধাওয়া এবং পাল্টা ধাওয়া চলছে, তখন আমি পুলিশের এক ঊধ্বর্তন কর্মকর্তাকে ফোন দিই যেন তারা দুই পক্ষকে সাউন্ড গ্রেনেন্ড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রটোকল দিয়ে আমাদের দিকেই শুধু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। ‘এরপর আমাদের বোনেরা যখন ইডেন কলেজ থেকে বের হয়, তখন নীলক্ষেতে অবস্থান নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের বোনদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে। আমরা জড়িতদের শাস্তি চাই।’ আরও পড়ুন: নিজ নিজ দায়িত্ব পালনই শহীদদের রক্তের ঋণ শোধের উপায় টিএসসি মেট্রো স্টেশন ১৬ ডিসেম্বরসহ চারদিন বন্ধের সুপারিশ টেকনাফের ওসি প্রত্যাহার চেয়ে ঢাবিতে মানববন্ধন ঢাবি ক্যাম্পাসে রাজনীতি চর্চার ধরনবিষয়ক কমিটির কার্যক্রম শুরু সাত কলেজকে ঢাবি অধিভুক্তি থেকে মুক্ত করা হবে: শিক্ষা উপদেষ্টা ট্যাগ: ঢাবি সাত-কলেজ আলটিমেটাম মন্তব্য বাংলাদেশ তাবলিগের সাদপন্থিদের প্রধান মুরব্বিসহ ২৩ জনের জামিন বহাল ইউএনবি ২৭ জানুয়ারি, ২০২৫ ১৩:২৫ তাবলিগের সাদপন্থিদের প্রধান মুরব্বিসহ ২৩ জনের জামিন বহাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। ফাইল ছবি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ সোমবার এ আদেশ দেন। ইজতেমা মাঠে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের জামিন আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আসামিদের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আগামী ২৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করে আদালত। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়া। পরে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘হাইকোর্ট ২৩ জনকে জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ তাদের জামিন স্থগিত চেয়ে আবেদন করে। ‘শুনানিতে বলেছি, এখন তাদের জামিন স্থগিত করা হলে ইজতেমার ওপর প্রভাব পড়বে। তখন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন। এ পর্যন্ত তাদের জামিন বহাল রাখা হয়েছে।’ এর আগে গত ৮ জানুয়ারি ঢাকার উপকণ্ঠ টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের প্রধান মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে জামিন দেন হাইকোর্ট। মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত তাদের এ জামিন দেওয়া হয়। বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ১৭ ডিসেম্বর গভীর রাতে টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় ১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন নামের এক ব্যক্তি। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল গ্রামে। আলম কিশোরগঞ্জের আলমি শুরার সাথী। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় কয়েকশ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন সাদ অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মোয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ, শফিউল্লাহ। আসামিরা সবাই সাদ অনুসারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। আরও পড়ুন: তাবলিগের মারকাজ নিয়ে সরকারের নতুন নির্দেশনা ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত শমী কায়সারের জামিন সিরিয়ার রাজধানী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, অজ্ঞাত স্থানে আসাদ খুবির উদ্যোগ, জামিন পেলেন জঙ্গি মামলায় কারাবন্দি দুই শিক্ষার্থী ট্যাগ: তাবলিগ সাদ জামিন মন্তব্য বাংলাদেশ জনগুরুত্বপূর্ণ মামলার শুনানির সরাসরি সম্প্রচার চেয়ে রিট বাসস ২৭ জানুয়ারি, ২০২৫ ১২:৪০ জনগুরুত্বপূর্ণ মামলার শুনানির সরাসরি সম্প্রচার চেয়ে রিট সুপ্রিম কোর্ট ভবন। ছবি: বাসস রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‌‘তথ্য জানার অধিকার আইন দ্বারা স্বীকৃত। স্বচ্ছ বিচার পাওয়া সংবিধান স্বীকৃত অধিকার। পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মামলাসমূহ লাইভ স্ট্রিমিং করা হয়।’ সুপ্রিম কোর্টে জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলার শুনানির সরাসরি সম্প্রচার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, আবদুল্লাহ সাদিক, মিজানুল হক, ঢাকা কোর্টের আইনজীবী যায়েদ বিন আমজাদ, শিক্ষানবিশ আইনজীবী মাহমুদুল হাসান, সাব্বির আহমদ এবং আরও চারজন আইনের ছাত্র রিট আবেদনটি করেন। রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‌‘তথ্য জানার অধিকার আইন দ্বারা স্বীকৃত। স্বচ্ছ বিচার পাওয়া সংবিধান স্বীকৃত অধিকার। পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মামলাসমূহ লাইভ স্ট্রিমিং করা হয়। ‘আমাদের সংবিধানের অনুচ্ছেদ ৩৫ অনুযায়ী, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক বিচার একটি মৌলিক অধিকার। তাই রিটটি করা হয়েছে। রিটে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।’ আরও পড়ুন: ৭ দিনে আড়াই হাজার হয়রানিমূলক মামলা প্রত্যাহার হবে: আইন উপদেষ্টা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা: ঠাকুরগাঁওয়ের তিন সাংবাদিককে খালাস অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় বুধবার তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল গোপন লেনদেন, ট্রাম্পের মামলার রায় ১০ জানুয়ারি ট্যাগ: মামলা শুনানি সম্প্রচার মন্তব্য ভারপ্রাপ্ত সম্পাদক: চৌধুরী জাফরউল্লাহ শারাফাত প্রকাশক: শাহনুল হাসান খান ©নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ +৮৮ ০৯৬০২১১১৮৭৪ news@newsbangla24.com newsbangla app newsbangla app newsbangla app banner-close উপরে